Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে করোনা ভ্যাকসিন নিবন্ধন বুথ চালু

সারাবাংলা ডেস্ক
১২ জুলাই ২০২১ ১৬:০২

চট্টগ্রাম: চট্টগ্রামের মানুষের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন নিবন্ধনকে সহজ করার লক্ষে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোগে করোনা নিবন্ধন বুথ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ জুলাই) চট্টগ্রামের জিইসি মোড়ে এই বুথ উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম শহরের অনেক মানুষ ভ্যাকসিন নিবন্ধন করতে পারেন না পর্যাপ্ত ফ্যাসিলিটিজ এর অভাবে। যার কারণে অনেক মানুষ ভ্যাকসিন নিবন্ধনের আওতার বাইরে থাকেন। তাদের কথা চিন্তা করে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা বিদ্যুৎ বড়ুয়া ভ্যাকসিন নিবন্ধনের এই বুথ স্থাপন করেন। চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) উপ পুলিশ কমিশনার বিজয় বসাক এই বুথটি উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

বিজয় বসাক বলেন, করোনা ক্রান্তিকালের শুরুতে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল সারা বাংলাদেশে সাহসের বাতিঘর হয়ে কাজ করেছিল। তারই ধারাবাহিকতায় দেশের অনেক অঞ্চলে আইসোলেশন সেন্টার গড়ে উঠেছিল। আমরা জানি করোনা ভাইরাসের মহামারি থেকে মুক্ত হতে হলে আমাদের ৭০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের অন্তর্ভুক্ত করতে হবে। সবাইকে ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন , সাধারণ মানুষের সেবায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল সবসময় নিয়োজিত থাকবে বিভিন্ন আঙ্গিকে। দিনমজুর , গরিব ও অসচ্ছল মানুষের কথা চিন্তা করে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল সবসময় উদ্যোগ গ্রহণ করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ১৩ নম্বর ওয়ার্ড কমিশনার ওয়াসিম উদ্দিন আহমেদ, ব্যবসায়ী জসিম উদ্দিন, আবু আরিফ, শাহাদাত হোসেন, ডা. উপল চাকমা, মোজাহিদুল ইসলাম রানা, শেখ ফারুক ফয়সাল, শাহরিয়ার মোহাম্মদ তানভীরসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর