করোনা আক্রান্তদের হাসপাতালে ৫ সুবিধা দিতে আইনি নোটিশ
১২ জুলাই ২০২১ ১৭:৩৭
ঢাকা: দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীদের জন্য শয্যা বাড়ানোসহ পাঁচটি বিষয় নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে হাসাপাতালগুলোতে করোনা রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেনসহ প্রয়োজনীয় মেডিকেল পথ্য সরবরাহ ও গর্ভবতীদের জন্য আলাদা ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।
রোববার (১১ জুলাই) মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী মো. শাহীনুজ্জামান এ নোটিশ পাঠান। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবরে এ নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, গত ৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে। একেবারে গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়ছে। প্রায় ৫০ শতাংশ রোগী গ্রামের। এ অবস্থায় পাঁচটি বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
১. সরকারি-বেসরকারি সব হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা বাড়াতে হবে।
২. যারা সরকারি হাসপাতালে ভর্তি হতে পারেনি, তাদের বেসরকারি হাসপাতালে দ্রুত ভর্তি করানোর নির্দেশনা জারি করতে হবে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
৩. প্রত্যেক জেলায় করোনা হাসপাতালে প্রয়োজনীয় অক্সিজেনসহ হাই-ফ্লো-ন্যাজাল ক্যানোলা সরবরাহ করতে হবে।
৪. করোনা রোগীদের যথাযথ তত্ত্বাবধান এবং হাইজেনিক ও ভালো খাবার সরবরাহ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
৫. করোনা আক্রান্ত গর্ভবতীদের বিশেষ তত্ত্বাবধান এবং তাদের জন্য হাসপাতালে আলাদা স্থান নির্ধারণ করতে হবে।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম