Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিজড়া সংক্রান্ত হয়রানি বন্ধে কঠোর বার্তা পুলিশের

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২১ ১৮:০৭

ঢাকা: হিজড়া সংক্রান্ত যেকোনো অভিযোগ ও হয়রানি বন্ধে কঠোর বার্তা দিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ জানিয়েছে, হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার (১২ জুলাই) দুপুরে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. সোহেল রানা এই কঠোর বার্তার কথা নিশ্চিত করেছেন।

এআইজি মিডিয়া বলেন, নবজাতকের জন্ম, ঈদ কিংবা পারিবারিক যেকোনো অনুষ্ঠানে হিজড়া সম্প্রদায় চাঁদা দাবি করে থাকে। না পেলে অশোভন আচরণ করে বলে অনেকে অভিযোগ করছেন। এসব অভিযোগ বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, পল্লবী থানা এলাকার একজন নাগরিক বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে তার বাসস্থানের আশপাশের এলাকায় হিজড়া সম্প্রদায়ের উৎপাত ও হয়রানির কথা উল্লেখ করে একটি বার্তা পাঠিয়েছিলেন। বার্তায় তিনি উল্লেখ করেন, কিছু হিজড়া সদস্য নবজাতক শিশু ও ঈদসহ পা‌রিবা‌রিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় বিভিন্ন উপলক্ষে বিভিন্ন বাড়ি ও ফ্ল্যাটে গিয়ে স্থানীয়দের কাছ থেকে দুই-তিন হাজার টাকা চাঁদা দাবি করেন। কেউ দিতে না চাইলে বা কারও দেওয়ার সামর্থ্য না থাকলে তার সঙ্গে অত্যন্ত অশোভন আচরণ করা হয়।

ওই বার্তাটি পাওয়ার পর সেটি পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলমকে পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং। নির্দেশনার আলোকে ওসি পল্লবী স্থানীয় হিজড়া সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের থানায় ডাকেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের সঙ্গে নিয়ে আলোচনা করা হয়।  সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এআইজি মিডিয়া জানিয়েছেন, আলোচনা সভায় পুলিশ সদর দফতর থেকে অনলাইনে যুক্ত হয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ। জনস্বার্থবিরোধী যেকোনো কার্যক্রমের অভিযোগ এলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। সভায় হিজড়া সম্প্রদায়ের নেতারা এ ধরনের কোনো অভিযোগ ভবিষ্যতে যেন না আসে, তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিষ‌য়ে অভিযোগকারী ওই ব্যক্তি তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, হিজড়াদের উৎপাত ঠেকাতে পুলিশের এই তৎপরতায় তিনি অত্যন্ত আনন্দিত। তিনি নিরাপদ বোধ করছেন।

সারাবাংলা/ইউজে/টিআর

বাংলাদেশ পুলিশ হিজড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর