Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা

সারাবাংলা ডেস্ক
১২ জুলাই ২০২১ ২০:২৬

ঢাকা: বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কবি মুহম্মদ নূরুল হুদা। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন ২০১৩ এর ধারা-২৬ (২) এবং ধারা ২৬ (৩) অনুযায়ী প্রথিতযশা কবি মুহম্মদ নূরুল হুদাকে তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।

মুহম্মদ নূরুল হুদা এর আগে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন। বর্তমানে তিনি জাতীয় পর্যায়ে নজরুল জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে গত ২৪ মে মারা যান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। এর পর থেকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির সচিব এএইচএম লোকমান।

সারাবাংলা/পিটিএম

বাংলা একাডেমি মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর