Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিপিএস ট্র্যাকার ছাড়া মহাসড়কে কাভার্ড ভ্যান চলতে পারবে না

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২১ ২২:২৪

ঢাকা: দেশের মহাসড়কগুলোতে কাভার্ড ভ্যান চলাচলে জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। জিপিএস ট্র্যাকার না থাকলে কোনো মহাসড়কে কাভার্ড ভ্যান চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাভার্ড ভ্যানে জিপিএস ট্র্যাকিং সিস্টেম বসানোর সময় সীমা দ্রুত সময়েই হাইওয়ে পুলিশ জানিয়ে দেবে। তৈরি পোশাক ব্যবসায়ীদের সঙ্গে আমাদের এ সংক্রান্ত একটা বৈঠক হয়েছে। সেখানে ব্যবসায়ী জানিয়েছেন, তারা যে পণ্য রফতানি করছেন সেখানে বিদেশি ক্রেতারা পণ্য ঠিকভাবে বুঝে পাচ্ছেন না। পথে পরিবহন থেকে পণ্য কমে যাচ্ছে। এতে ব্যবসায় যেমন ক্ষতি হচ্ছে, তেমনি দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’

সভায় সিদ্ধান্ত হয়েছে, ‘প্রত্যেকটা পণ্যবাহী গাড়িতে জিপিএস ট্র্যাকিং সিস্টেম চালু থাকতে হবে। যাতে করে গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করা যায়। সেজন্য গাড়িতে ট্র্যাকিং সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে। এ কারণে কোনো কাভার্ড ভ্যানে ট্র্যাকিং সিস্টেম না থাকলে চলতে দেবে না। একই সঙ্গে ভ্যানে পরিবহন করা পণ্যের স্টিকার ও রফতানিযোগ্য যথাযথ কাগজপত্র থাকতে হবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা পরিবহন পুলিশ, গার্মেন্টস মালিক ও শ্রমিকদের মধ্যে একটি এসওপি তৈরি করতে বলেছি। যাতে ব্যবসায়ীরা দ্রুত নির্ভরযোগ্য উপায়ে পণ্য রফতানি করতে পারেন।’

হাইওয়ে পুলিশের জন্য সিসি ক্যামেরা বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মোট ২৫২ কিলোমিটার রাস্তা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে কাজ শুরু হচ্ছে। এটি করা গেলে হাইওয়েতে লুটপাট বন্ধ হবে। এছাড়া রফতানি পরিবহনে পুলিশের একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। তিনি যেকোনো সময় সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকবেন।’

সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে স্বরাষ্ট্রমন্ত্রী একটি বৈঠক করেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের আইজি, হাইওয়ে রোডের পুলিশ প্রধান, বিজিএমইএর সভাপতি ও কাভার্ড মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

কাভার্ড জিপিএস ট্র্যাকিং ভ্যান মহাসড়ক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর