Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে পুনরায় ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২১ ২২:৩২

ঝিনাইদহ: চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের মাধ্যমে পুনরায় ঝিনাইদহে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকালে জেলা সদর হাসপাতালে এই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে ডা. সেলিনা বেগম জানান, নতুন করে চীনের সিনোফর্মের ২৭ হাজার ২০০ ভ্যাকসিন হাসপাতালে পৌঁছেছে। তাই আজ (সোমবার) থেকে সদর হাসপাতালে বিনামুল্যে করোনার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলছে। আগামীকাল থেকে জেলার সকল উপজেলা পর্যায়ে এই কার্যক্রম শুরু হবে।

এদিকে ভ্যাকসিন প্রয়োগকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা ছাত্রলীগ ও সদর পৌরসভার পক্ষ থেকে ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। আর সোমবার সকাল থেকেই সদর হাসপাতালে ভ্যাকসিন নিতে আসা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সারাবাংলা/এনএস

করোনাভাইরাস ঝিনাইদহ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম সিনোফার্ম

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর