Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ জুলাই থেকে চলবে ট্রেন, অনলাইনে টিকেট বিক্রি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২১ ১০:০৯ | আপডেট: ১৩ জুলাই ২০২১ ১০:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির মধ্যেই বিধিনিষেধ শিথিল করে গণপরিবহন চলাচলে অনুমতি দেওয়া হয়েছে। সেজন্য বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে সব যাত্রীবাহী ট্রেন অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করতে পারবে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরের পর থেকে অনলাইনে ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ে পরিচালনা শাখা সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার কাউন্টার থেকে সশরীরে টিকেট বিক্রির সুযোগ রাখা হয়নি। তাই যাত্রীদের অনলাইনেই টিকেট কাটতে হবে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সারোয়ার সারাবাংলাকে জানান, স্বাভাবিক সময়ের নিয়ম অনুযায়ী ট্রেন যাত্রার পাঁচদিন আগে থেকে টিকেট সংগ্রহ করতে হয়। এবার এই নিয়মে কিছুটা পরিবর্তন আসতে পারে।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয় নির্দেশনা দেবে।

বিজ্ঞাপন

এর আগে, রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার থেকে অর্ধেক আসন নিয়ে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। আর এই ট্রেন যাত্রার টিকেট কাটতে হবে অনলাইন থেকে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হওয়ার পর থেকে দেশের সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।  টানা পনেরো দিন পর আগামী বৃহস্পতিবার থেকে ফের ট্রেন চলাচল শুরু হচ্ছে।

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ টিকেট ট্রেন চলাচল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর