Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার থেকে খুলছে শপিং মল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২১ ১৪:৩৯

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির মধ্যেই বিধিনিষেধ শিথিল করে শপিং মল খুলে দেওয়া হচ্ছে। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের জীবন জীবিকার কথা চিন্তা করে শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে দোকান-পাট খুলবে।

মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বিধিনিষেধ শিথিল করে এ অনুমতি দেওয়া হয়েছে।

উপসচিব মো. রেজাউল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা পরিচালনা এবং দেশের আর্থ সামাজিক অবস্থা ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ছয়টা পর্যন্ত আরোপিত সকল বিধিনিষেধ শিথিল করা হলো। তবে এ সময় সর্বাবস্থায় জনসাধারণকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ছয়টা পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য বিধিনিষেধ জারি করলেও পরে ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

কঠোর বিধিনিষেধ করোনাভাইরাস শপিং মল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর