Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুশ ভ্যাকসিন উৎপাদন করবে ভারতের সিরাম ইনস্টিটিউট

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২১ ১৪:৫৮

বিশ্বের শীর্ষ ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউট রাশিয়ার করোনাভাইরাস ভ্যাকসিন স্পুটনিক ভি বাণিজ্যিক উৎপাদনের অনুমতি পেয়েছে। আগামী সেপ্টেম্বরেই স্পুটনিক ভি প্রথম চালান বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। এনডিটিভির খবর।

রুশ প্রতিষ্ঠান আরডিআইএফ এক বিবৃতিতে জানিয়েছে, ভারতে প্রতি বছর স্পুটনিক ভি ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ উৎপাদনের লক্ষ্য রয়েছে তাদের। ইতিমধ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত আদানপ্রদান শুরু হয়েছে। এ বছরের সেপ্টেম্বর নাগাদ সেরাম ইনস্টিটিউট ভ্যাকসিনের প্রথম ব্যাচ বাজারে ছাড়বে।

উল্লেখ্য, ভারতে ডা. রেড্ডিস ল্যাবরোটরিজ রুশ প্রতিষ্ঠানের সঙ্গে স্পুটনিক ভি উৎপাদনের প্রথম চুক্তি করে। সে চুক্তি অনুযায়ী ডা. রেড্ডিস ল্যাবরোটরিজ হায়দ্রাবাদে স্বল্প পরিসরে স্পুটনিক ভি উৎপাদন করছে। তবে সিরাম ইনস্টিটিউট বিশ্বের সর্ববৃহৎ উৎপাদক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কারখানায় বছরে কয়েক কোটি ভ্যাকসিন উৎপাদন সম্ভব।

মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার ২১ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হয়। ভ্যাকসিন সংরক্ষণ করতে হয় দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। করোনাভাইরাসের বিরুদ্ধে এর কার্যকারিতাও ৯০ শতাংশের বেশি বলে দাবি করা হচ্ছে।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর