Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক-বিমার শেয়ারের ঊর্ধ্বমুখী প্রবণতায় বেড়েছে সূচক ও লেনদেন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২১ ১৮:০৮

ঢাকা: পুঁজিাবাজারে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও আইটি খাতের শেয়ারের ঊর্ধ্বমুখী প্রবণতায় বেড়েছে সূচক ও লেনদেন। মঙ্গলবার (১৩ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩১টি ব্যাংকের শেয়ারের মধ্যে মাত্র ১টির দাম কমেছে। এছাড়াও লেনদেন হওয়া ৫১টি বিমা কোম্পানির শেয়ারের মধ্যে ৩৫টি এবং আইটি খাতের ১১টি কোম্পানির সব কয়টির শেয়ারের দাম বেড়েছে। এতে দিন শেষে উভয় পুঁজিবাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম, সূচক ও লেনদেন বেড়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিনশেষে ডিএসইতে ৩৭৩টি কোম্পানির ৬১ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ৫৯৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ১২৯টির এবং ৩২টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৬৬৮ কোটি ৮৫ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৯ কোটি ২১ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৬ পয়েন্টে উন্নীত হয়। ডিএসই শরিয়া সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১০টি কোম্পানির ২ কোটি ৯৩ লাখ ১ হাজার ৬৩৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৫৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬২ কোটি ৮২ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৮০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২২০ পয়েন্টে উন্নীত হয়।

সারাবাংলা/জিএস/পিটিএম

শেয়ারবাজার

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর