Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টে ৪ ভার্চুয়াল বেঞ্চ গঠন প্রধান বিচারপতির

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২১ ২০:২৮

ঢাকা: অবকাশকালীন সময়ে বিচার কাজ পরিচালনার জন্য হাইকোর্টে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী ১৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অবকাশকালে এসব বেঞ্চে বিচার কাজ পরিচালনা করা হবে।

সোমবার (১২ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ বেঞ্চ গঠন করে দেন।

প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে আগামী ১৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, অতি জরুরি সব রিট মোশন ও দেওয়ানি মোশন আবেদন গ্রহণ করবেন বিচারপতি এম ইনায়েতুর রহিম। অতি জরুরি সব ফৌজদারি মোশন আবেদন গ্রহণ করবেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আশরাফুল কামাল। আর কোম্পানি ও অ্যাডমিরালিটি সংক্রান্ত আবেদন গ্রহণ করবেন বিচারপতি কে এম কামরুল কাদের।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

ভার্চুয়াল বেঞ্চ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর