Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯ জুলাইয়ের মধ্যে বেতন-বোনাস দেওয়ার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২১ ২০:৩৬

ঢাকা: আগামী ১৯ জুলাইয়ের মধ্যে তৈরি পোশাক কারাখানা শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল রাজধানীর শ্রম ভবনের সভাকক্ষে আরএমজি বিষয়ক পরামর্শ পরিষদের ১০ম সভায় তিনি এ নির্দেশ দেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, কারখানা ছুটির আগেরদিনই শ্রমিকের বোনাস পরিশোধ করতে হবে কারখানা মালিকদের। বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হলে আইনের আশ্রয় নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকারি নিয়ম অনুসারে তৈরি পোশাকসহ সকল কারখানা শ্রমিকের ঈদের ছুটি তিনদিনই থাকবে। এক্ষেত্রে কারখানা মালিকরা ইচ্ছা করলে আরও বেশি দিন ছুটি দিতে পারেন। এটা মালিক ও শ্রমিকদের ব্যপার। তবে ঈদের ছুটির আগের দিন অর্থাৎ ১৯ জুলাইয়ের মধ্যে সকল শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।

বেগম মুন্নুজান সুফিয়ান বলেন, এর আগে মন্ত্রণালয় নিজ উদ্যোগে শ্রমিকের বেতন-বোনাস আদায় করেছে। এবারে ইতোমধ্যে বেতন দেওয়া শুরু হয়েছে, অধিকাংশ কারখানাই শ্রমিকদের বেতন দিয়েছেন। কিছু কারখানা বাকি আছে, তারা একইসঙ্গে বেতন-বোনাস দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সকল কারখানাকে ছুটির আগেই শ্রমিকের বোনাস পরিশোধ করতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ১৯ জুলাইয়ের মধ্যে বোনাস পরিশোধ করেই কারখানা ছুটি দিবেন মালিকপক্ষ।

প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি এমপি শাহজাহান খান, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন, পরিচালক হারুন উর রশিদ, বিকেএমইএর প্রথম-সহসভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন। আর গার্মেন্টস শ্রমিকদের পক্ষে শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি, কামরুল হাসান, নাজমা আক্তার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এসএসএ

গার্মেন্টস টপ নিউজ বেতন-বোনাস

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর