Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি একেএম জহিরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২১ ২৩:০১

ঢাকা: করোনা আক্রান্ত হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি একেএম জহির আহমেদ (৬৮) মারা গেছেন।

মঙ্গলবার (১৩ জুলাই) বিচারপতি একেএম জহিরের মৃত্যুর বিষয়টি ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি বল সাংবাদিকদের জানিয়েছেন।

করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছিলেন সাবেক এই বিচারপতি। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ জুলাই তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সকাল আটটায় মারা যান। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই ট্রাইব্যুনাল গঠনের পর দায়িত্ব পালনকারী প্রথম তিন বিচারপতির মধ্যে একজন ছিলেন একেএম জহির আহমেদ।

সাবেক এই জেলা জজ ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ২০১২ সালের ২৮ আগস্ট শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন বিচারপতি একেএম জহির আহমেদ।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর