Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারখানায় আগুন: মালিক ও সরকারি কর্মকর্তাদের বিচার দাবি

সারাবাংলা ডেস্ক
১৩ জুলাই ২০২১ ২৩:২৩

চট্টগ্রাম ব্যুরো: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় মালিকের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন শ্রমিক নেতা মৃণাল চৌধুরী।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে নগরীর সিনেমা প্যালেস চত্বরে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রে (টিইউসি) চট্টগ্রাম জেলা আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।

সংগঠনের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, ‘সেজান জুস কারখানার ভবনটিতে অগ্নি নির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। জরুরি বহির্গমন পথও নেই। কারা এমন একটি ভবনে কারখানা চালু করার অনুমোদন দিল, সেটা তদন্ত করে বের করতে হবে। কল-কারখানা পরিদর্শক, আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়াতে পারে না। যখন কারখানায় আগুন লাগল, তখন গেটে তালা দিয়ে শ্রমিকদের আটকে দেওয়া হলো। পুড়ে মারা গেল ৫২ জন অসহায় শ্রমিক। এরপরও ঘটনাটিকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা চলছে। আমরা বলতে চাই, এটি কোনোভাবেই দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কারখানায় অগ্নিকাণ্ড সংঘঠিত হয়। এতে এ পর্যন্ত ৫২ জনের লাশের হিসাব জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।আহত রয়েছেন আরও অর্ধশতাধিক শ্রমিক।

মৃণাল চৌধুরী প্রশ্ন তুলে বলেন, ‘নিহত শ্রমিকদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক শিশু। এদের বেআইনিভাবে যখন নিয়োগ দেওয়া হয়েছে, তখন যেসব সরকারি প্রতিষ্ঠানের নজরদারি করার কথা তারা কোথায় ছিল?

এতগুলো শ্রমিক মারা গেল আর কারখানার মালিক মিডিয়া তাচ্ছিল্য করে বক্তব্য দিয়ে নিজের ক্ষমতা প্রদর্শন করেছেন। আমরা মালিকের বিচার চাই। একইসঙ্গে কল-কারখানা পরিদর্শন, ভবন নির্মাণের অনুমোদনদাতা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদেরও বিচার দাবি করছি’— বলেন মৃণাল চৌধুরী।

বিজ্ঞাপন

টিইউসি নেতারা এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ন্যুনতম ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন টিইউসি, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা, সহ-সভাপতি অলি আহম্মদ, সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ্ জাহিদ, বন্দর সিবিএ’র সাবেক নেতা নুরুচ্ছফা ভুঁইয়া, রেল শ্রমিক নেতা সাদেক আহমদ চৌধুরী, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতা মোহাম্মদ হারুণ, গার্মেন্ট শ্রমিক নেতা লিটন মিয়া, হোটেল শ্রমিক নেতা জামাল উদ্দিন এবং কৃষক সমিতির নেতা ফরিদুল ইসলাম। মানবন্ধনের পর বিক্ষোভ মিছিলেও অংশ নেন তারা।

সারাবাংলা/আরডি/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

২ দিনে আয় ২৮৯ কোটি টাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

সম্পর্কিত খবর