Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে এক দিনে করোনা শনাক্ত হাজার ছাড়ালো

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২১ ১১:১০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে এক দিনে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। এ নিয়ে টানা তিনদিন চট্টগ্রামে রেকর্ড পরিমান করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এক দিনে সংক্রমণ শনাক্তের ক্ষেত্রে এটা নতুন রেকর্ড। এই সময়ে মারা গেছেন ১০ জন।

বুধবার (১৪ জুলাই) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২ হাজার ৮৬৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০০৩ জন। শনাক্তদের মধ্যে নগরীর ৬৫২ জন। নগরীর বাইরের বিভিন্ন উপজেলার ৩৫১ জন আছেন। নমুনা পরীক্ষা অনুযায়ী, সংক্রমণের হার ৩৪ দশমিক ৯৫ শতাংশ।

এর আগে সোমবার ৯৫৫ জন এবং আগেরদিন ৮২১ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৭ হাজার ৭৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৬১ হাজার ৯৪৯ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৫ হাজার ৮৩৮ জন।

করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮০০ জন। এর মধ্যে নগরীর ৫০৮ জন এবং বিভিন্ন উপজেলার ২৯২ জন।

সারাবাংলা/আরডি/এএম

করোনাভাইরাস টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর