Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে হোটেল ধসে ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২১ ১৩:০৮

চীনের পূর্বাঞ্চলের শহর সুজৌতে একটি হোটেল ধসের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। খবর বিবিসি।

৩৬ ঘণ্টার অভিযানে ধ্বংসস্তুপের নিচ থেকে ২৩ জনকে খুঁজে পায় উদ্ধারকর্মীরা। এর মধ্যে ছয় জন জীবিত ছিলেন। জীবিতদের মধ্যে পাঁচজন আহত হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

সুজৌ’র সিজি কাইয়ুয়ান হোটেলটি গত সোমবার (১২ জুলাই) স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) ধসে পড়ে। এ ঘটনায় উদ্ধার কাজ পরিচলনার জন্য ৬০০ অধিক কর্মীকে নিযুক্ত করা হয়েছে।

এদিকে গ্লোবাল টাইমসের খবরে বলা হয়, নিয়ম বহির্ভূতভাবে মালিক ওই ভবনটির কাঠামোয় পরিবর্তন করেছিলেন। আর এ কারণেই ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

সম্প্রতি ওই ভবনে ঘন ঘন সংস্কার কাজ করা হয়েছিল বলে জানা গেছে। স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যম রেড স্টার নিউজ’কে জানান, এই ভবনটি তিন তলার ছিল। কিন্তু প্রতি বছর তারা ভবনটিতে নতুন নতুন তলা (ফ্লোর) যুক্ত করে আসছিল।

জিয়াংসু’র প্রাদেশিক সরকার জানিয়েছে, একটি টিম দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। তদন্তে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা করা হবে।

ধসের সময় ৫৪ রুমের ওই হোটেলটিতে ১৮ জন অথিতি ছিলেন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু পরে জানা যায়, সেখানা অনিবন্ধিত আরও পাঁচজন অথিতি ছিলেন। জীবিত উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন আহত হন। তবে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। আর একজন ব্যক্তির কোনো ক্ষতি হয়নি।

দুর্বলভাবে নির্মাণের কারণে অতীতেও চীনে ভবন ধসের ঘটনা ঘটেছে। গত বছর দেশটির ফুজিয়ান প্রদেশে একটি হোটেল ধসের ঘটনায় ২৯ জন নিহত হয়। ওই সময় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা পরে হোটেলটি নির্মাণে গুরুতর সমস্যা পেয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

চীন টপ নিউজ নিহত ১৭ ভবন ধস হোটেল ধস

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর