Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনাক্তের হার বেশি চট্টগ্রাম-বরিশালে, মৃত্যু ঢাকা ও চট্টগ্রামে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২১ ০০:৩৫

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্তের হার বেশি বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। গত এক সপ্তাহে বরিশালে ১১৪ শতাংশ ও চট্টগ্রামে ৭৭ শতাংশ বেড়েছে সংক্রমণ শনাক্তের হার। একই সঙ্গে গত দুই সপ্তাহে ঢাকা ও খুলনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। তবে প্রথম থেকে হিসাব করলে মৃত্যুর হার সবচেয়ে বেশি ঢাকা ও চট্টগ্রামে।

বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, ‘বরিশালে গত এক সপ্তাহে শনাক্তের হার সবচেয়ে বেশি। সেখানে গত এক সপ্তাহে সংক্রমণ ১১৪ শতাংশ বেড়েছে। আর চট্টগ্রামে বেড়েছে ৭৭ শতাংশ। ঢাকায় অন্যান্য বিভাগের চেয়ে ২৫ শতাংশ কম। রাজশাহীতে সবচেয়ে কম, যেখানে চাঁপাইনবাবগঞ্জের মাধ্যমে সংক্রমণের ঢেউ আমরা সবচেয়ে আগে দেখেছিলাম, সেখানে এখন মাত্র ১৫ শতাংশ। এ কারণে চাঁপাইনবাবগঞ্জকে আদর্শ বলা হচ্ছে।’

তিনি বলেন, ‘কয়েকদিন ধরে আমরা দুইশ’র বেশি মৃত্যু দেখতে পাচ্ছি। একদিনে শনাক্তের হারও অনেক বেশি, এখন প্রায় ২৯ দশমিক ২১ শতাংশ। প্রথম থেকে হিসাব করলে ১৪ দশমিক ৮৪ শতাংশ। আমাদের মৃত্যুর হারও বাড়ছে। গত দুই সপ্তাহে ঢাকা ও খুলনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। প্রথম থেকে হিসাব করলে মৃত্যুর হার সবচেয়ে বেশি ঢাকা ও চট্টগ্রামে। সংক্রমণের মাত্রা বরিশাল ও চট্টগ্রামে সবচেয়ে বেশি।’

তিনি আরও বলেন, ‘সামগ্রিকভাবে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে যে পদ্ধতি গ্রহণ করা হয়েছিল, প্রশাসন তাতে সহায়তা করেছে এবং প্রান্তিক মানুষ স্বাস্থ্যবিধি পালন করেছে। দুই থেকে তিন সপ্তাহের স্থানীয় কঠোর লকডাউনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ ৭২ শতাংশ থেকে সংক্রমণের হার ১৩ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। এটি প্রমাণ করে যেসব নির্দেশনা দেওয়া হচ্ছে, তা কঠোরভাবে পালন করলে সংক্রমণের মাত্রা কমিয়ে আনা সম্ভব।’

বিজ্ঞাপন

সারাদেশে গত সাত দিনের চিত্রে দেখা যাচ্ছে, যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার মাধ্যমে কিছুটা হলেও সংক্রমণের মাত্রা নেমে (৩২ থেকে ২৯ শতাংশে) এসেছে বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের এই মুখপাত্র।

সারাবাংলা/এসবি/পিটিএম

করোনা মৃত্যু সংক্রমণ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর