Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনে আলোচনা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২১ ০২:৪২

ছবি: বাসস

ঢাকা: ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়ে এমইপি সারা ম্যাথিউর সঙ্গে আলোচনা করেছেন বেলজিয়াম সফররত তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তথ্য মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৪ জুলাই) ব্রাসেলসে বেলজিয়ামের গ্রিন পার্টি থেকে নির্বাচিত মেম্বার অব ইউরোপিয়ান পার্লামেন্ট (এমইপি) সারা ম্যাথিউ’র সঙ্গে বৈঠকে এ নিয়ে মতবিনিময়কালে তথ্যমন্ত্রীর সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের প্রতিনিধিদের নিয়ে ৭০৫ আসনের বিশ্বের সর্ববৃহৎ আন্তঃদেশীয় এই পার্লামেন্টে বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ গড়ে তোলা নিয়ে আলোচনার পাশাপাশি ইইউ এবং বেলজিয়ামের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক, বিশেষ করে তৈরি পোশাক রফতানি বৃদ্ধি নিয়েও আলোচনা হয়েছে।

চলতি সপ্তাহে ইউরোপ সফরের অংশ হিসেবে তথ্যমন্ত্রী গত শনিবার ব্রাসেলসে পৌঁছান। ১৮ জুলাই তার ঢাকা ফেরার কথা রয়েছে।

সারাবাংলা/জেআর/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর