স্পেনে লকডাউন অসাংবিধানিক ঘোষণা
১৫ জুলাই ২০২১ ০৮:৫৭
করোনা সংক্রমণ মোকাবিলায় ২০২০ সালের মার্চে আরোপিত কঠোর লকডাউনকে অসাংবিধানিক ঘোষণা করেছে স্পেনের শীর্ষ আদালত। দেশটির ডানপন্থি রাজনৈতিক দল ভকসের দায়ের করা এক মামলার প্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছে। খবর বিবিসি।
এই আদেশের মাধ্যমে, সে সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা জরিমানা গুনেছিলেন, তারা তাদের সমুদয় অর্থ ফেরত চেয়ে আবেদন করতে পারবেন।
তবে, লকডাউনে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে স্পেন সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়াকে অনুমোদন দেয়নি আদালত।
এর আগে, সংক্রমণের প্রথম ঢেউ মোকাবিলায় ২০২০ সালের ১৪ মার্চ থেকে স্পেনে জরুরি অবস্থা জারি করা হয়, চলে জুন পর্যন্ত। ওই সময় করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়তে বাড়তে হাসপাতালগুলো তিল ধারণের জায়গা ছিল না। স্পেনের প্রায় ৮১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
পরের দিকে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হলেও শুধুমাত্র কয়েকটি নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়।
নিষেধাজ্ঞা আরোপের এই পর্যায়কে বৈধ ঘোষণা করে স্পেনের ওই শীর্ষ আদালত বলেছে, স্টেট অব ইমার্জেন্সির মাধ্যমে সাধারণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মৌলিক অধিকার দমন করাকে সংবিধান সমর্থন করে না। সরকারের উচিত ছিলো স্টেট অব ইমার্জেন্সির বদলে স্টেট অব এক্সসেপশন ঘোষণা করা।
সারাবাংলা/একেএম