Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাঁটাইয়ের প্রতিবাদে ঝাড়ু মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২১ ১৩:৫৩

নাটোর: পৌরসভা থেকে হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতা কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে ঝাড়ু মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) নাটোর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখান হরিজন সম্প্রদায়ের সদস্যরা। এই করোনা মহামারির মধ্যে অনতিবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

সম্প্রতি দেশব্যাপী পৌরসভাগুলো ব্যয় সংকোচন নীতি হাতে নিয়ে কর্মী ছাঁটাই শুরু করেছে। তারই ধারাবাহিকতায় নাটোর পৌরসভার ৯৪ পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে অতিরিক্ত ৬৫ জনকে ছাঁটাই করে পৗর কতৃপক্ষ।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন হরিজন সম্প্রদায়ের সদস্য বলেন, করোনায় এমনিতেই কাজ নেই তার ওপর আবার ছাঁটাই, পরিবার-পরিজন নিয়ে না খেয়ে কাটাতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি লক্ষণ জামাদার এবং সাধারণ সম্পাদক সবুজ জামাদার।

সারাবাংলা/একেএম

ছাঁটাইয়ের প্রতিবাদে ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা কর্মী হরিজন ঐক্য পরিষদ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর