Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৩ দিন সর্বোচ্চ রেকর্ডের পর শনাক্তের সংখ্যা কমেছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২১ ১৫:৪১

চট্টগ্রাম ব্যুরো: টানা তিন দিন রেকর্ড পরিমাণ শনাক্তের পর চতুর্থ দিনে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৬৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। একইসময়ে মৃত্যু হয়েছে ১০ জনের।

বৃহস্পতিবার (১৫ জুলাই) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে গত ২৪ ঘণ্টায় (বুধবার) ২ হাজার ৪২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৬৮ জন। শনাক্তদের মধ্যে নগরীর ৪৭৪ জন। নগরীর বাইরের বিভিন্ন উপজেলার রয়েছেন ২৯৪ জন। নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার ৩১ দশমিক ৭২ শতাংশ।

এর আগে বুধবার (১৪ জুলাই) চট্টগ্রামে প্রথমবারের মতো ১০০৩ জন, মঙ্গলবার (১৩ জুলাই) ৯৫৫ জন এবং সোমবার (১২ জুলাই) ৮২১ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়।

চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাটহাজারীতে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে উপজেলাভিত্তিক শনাক্তের সংখ্যা—

  • হাটহাজারীতে ৫৩ জন
  • ফটিকছড়িতে ৪২ জন
  • পটিয়ায় ৩৬ জন
  • মীরসরাইয়ে ২৯ জন
  • রাঙ্গুনিয়ায় ২৪ জন
  • বোয়ালখালীতে ১৯ জন
  • সীতাকুণ্ডে ১৮ জন
  • রাউজানে ১৪ জন
  • সন্দ্বীপ ১২ জন
  • লোহাগাড়া ১২ জন
  • চন্দনাইশে ১২ জন
  • বাঁশখালীতে ৯ জন
  • সাতকানিয়ায় ৭ জন
  • আনোয়ারায় ৭ জন

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৩জন নগরীর ও বাকি ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৮ হাজার ৫৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫২ হাজার ৪২৩ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৬ হাজার ১৩২ জন।

করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮১০ জন। এর মধ্যে নগরীর ৫১১ জন এবং বিভিন্ন উপজেলার ২৯৯ জন।

সারাবাংলা/আরডি/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর