Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান তথ্য কর্মকর্তা হলেন শাহেনুর মিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২১ ২০:০০

ঢাকা: তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শাহেনুর মিয়া। তিনি সুরথ কুমার সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োজিত তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকারের চুক্তির মেয়াদ বুধবার (১৪ জুলাই) শেষ হয়েছে। তাই তথ্য অধিদফতরে কর্মরত অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা (প্রশাসন ও প্রেস) মো. শাহেনুর মিয়াকে তার নিজ দায়িত্বের পাশাপাশি আর্থিক ক্ষমতাসহ প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব দেওয়া হলো।

শাহেনুর মিয়া ত্রয়োদশ বিসিএসের একজন কর্মকর্তা। তিনি ১৯৯৪ সালে বিসিএস (তথ্য ও সাধারন) ক্যাডারে যোগদান করেন।

চাকরি জীবনে তিনি গণযোগাযোগ অধিদফতরের মাঠ পর্যায় ও সদর দফতর, চলচ্চিত্র প্রকাশনা অধিদফতরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তথ্য অধিদফতরে ২০০৩ সাল থেকে গত ১৮ বছর ধরে সংবাদকক্ষ, প্রটোকল, সমন্বয় দায়িত্বসহ সিনিয়র ডিপিআইও এবং অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। তিনি শের এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

সারাবাংলা/জেআর/একে

তথ্য অফিসার প্রধান তথ্য কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর