Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মানিতে বন্যায় ৮১ মৃত্যু, নিখোঁজ ১৩০০

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২১ ১৩:৩৩

জার্মানির পশ্চিমাঞ্চলে অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হওয়া হঠাৎ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮১তে দাঁড়িয়েছে। এই দুর্যোগ কবলিত আরও ১৩০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে স্থানীয় ব্রডকাস্টার এডিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় এই ব্যাপক প্রাণহানিই দেশটিতে বহু বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

এদিকে, বন্যা উপদ্রুত অঞ্চলগুলোতে মোবাইল নেটওয়ার্ক কাজ না করায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। সে কারণে অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় প্রশাসনিক সূত্রগুলো জানিয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) পর্যন্তও জার্মানির পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে খরস্রোত থাকার কারণে ভূমি ধসে বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার খবর ফেসবুকে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

অন্যদিকে, এখনো নিখোঁজ থাকাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ। কিন্তু, কয়েকটি অঞ্চলের গ্যাসলাইনে লিকেজ থাকার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

সারাবাংলা/একেএম

জার্মানি নিখোঁজ বন্যা মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর