Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আরও ৮০২ জন শনাক্ত, আক্রান্তের হার ৩১%

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২১ ১৩:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৮০২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের।

শুক্রবার (১৬ জুলাই) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) ২ হাজার ৫৪৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮০২ জন। শনাক্তদের মধ্যে নগরীর ৪৫২ জন। নগরীর বাইরের বিভিন্ন উপজেলার ৩৫০ জন আছেন। নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার ৩১ দশমিক ৪৮ শতাংশ।

চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাটহাজারীতে সর্বোচ্চ পরিমাণ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। হাটহাজারীতে ৭৬ জন, রাঙ্গুনিয়ায় ৪৭ জন, ফটিকছড়িতে ৩৯ জন, রাউজানে ৩৩ জন, মীরসরাইয়ে ৩০ জন, পটিয়ায় ২৬ জন, সন্দ্বীপে ১৯ জন, বোয়ালখালীতে ১৬ জন, চন্দনাইশে ১৫ জন, বাঁশখালীতে ১৪ জন, সীতাকুণ্ডে ১৩ জন, সাতকানিয়ায় ১১ জন, লোহাগাড়ায় ৮ জন ও আনোয়ারায় ৩ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ১ জন নগরীর ও বাকি ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৯ হাজার ৩৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫২ হাজার ৮৭৫ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৬ হাজার ৪৮২ জন।

করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮১৯ জন। এর মধ্যে নগরীর ৫১২ জন এবং বিভিন্ন উপজেলার ৩০৭ জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

করোনা সংক্রমণ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল

বিজ্ঞাপন

ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর