Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় শনাক্ত ১১০, আক্রান্ত একজন ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২১ ১৩:৩৭

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৭৫ শতাংশ। এছাড়া করোনা সংক্রমণ নিয়ে এক জন ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ নিয়ে মারা গেছেন চুয়াডাঙ্গার পৌর এলাকার কুলচারা গ্রামের তসিম উদ্দীনের ছেলে শুকুর আলী (৪৫)।

বিজ্ঞাপন

অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার মহর আলী মন্ডলের মেয়ে দাসী মন্ডল (৪২), দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে আশিরা খাতুন (৪০), একই উপজেলার মরহুম নূর বক্সের মেয়ে সকিনা খাতুন (৫২), আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের মফিদুল ইসলামের স্ত্রী মফিদা খাতুন (৮০), একই উপজেলার পারকুলা গ্রামের মরহুম মানিক জোয়ার্দ্দারের ছেলে ফিকির চাঁদ জোয়ার্দ্দার (৬০), কালিদাসপুর গ্রামের মরহুম রমজান আলীর ছেলে বাবলুর রহমান (৫৫), গোবিন্দপুর মাঠপাড়ার ঘরজামাই আব্দুস সাত্তার (৬০), অনুপনগর গ্রামের ইদবার আলীর স্ত্রী আনারি খাতুন (৬৭) ও ঠিকানা বিহীন জোনাব আলী (৬৫)।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৬০ জন, আলমডাঙ্গা উপজেলায় ২৫ জন, দামুড়হুদা উপজেলায় ১৬ জন ও জীবননগর উপজেলায় ৯ জন। আক্রান্তের হার ২৩ দশমিক ৭৬ শতাংশ।

এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ১৬৫ জনে। এদিন ৩৫ জন সুস্থসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৯১০ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৪৮ জন।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন ২ হাজার ১০৭ জন। তার মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৯৮০ জন ও হাসপাতালে আছে ১২৭ জন। এদিন আরও ৪৩৮ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

সারাবাংলা/টিআর

উপসর্গ নিয়ে মৃত্যু করোনা সংক্রমণ

বিজ্ঞাপন
সর্বশেষ

২ দিনে আয় ২৮৯ কোটি টাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

সম্পর্কিত খবর