Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ৩১টি গরুসহ ট্রলার ডুবি, নিখোঁজ ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২১ ১৭:৪৯

মুন্সীগঞ্জ: জেলার লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকার ডহরী খালে বাল্কহেডের ধাক্কায় কোরবানির গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ৩১টি গরুর মধ্যে ২৪টি জীবিত ও ১টি মৃত উদ্ধার করা হয়েছে। বাকি ৬টি গরু নিখোঁজ রয়েছে। ট্রলারের মাঝিসহ চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সিরাজুল কবির এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি জানান, সিরাজগঞ্জ জেলা হতে আসা গরু বোঝাই ট্রলারটি নারায়ণগঞ্জ জেলায় যাচ্ছিল। এ সময় খালের মুখে দাঁড়িয়ে থাকা বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগলে গরুর ট্রলারটি সঙ্গে সঙ্গে ডুবে যায়।

এরপর ৩১টি গরুর মধ্যে ২৪টি জীবিত ও ১টি মৃত উদ্ধার করা হয়েছে। বাকি ৬টি গরু নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছেন ওসি সিরাজুল কবির।

সারাবাংলা/এনএস

গরু বোঝাই ট্রলার ডুবি নিখোঁজ ৬ মুন্সীগঞ্জ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর