বৃহস্পতিবারের পরিবর্তে রোববার আসছে নতুন নোট
১৭ জুলাই ২০২১ ১৮:৫৬
ঢাকা : সিনিয়র অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত দুই টাকা ও পাঁচ টাকার নতুন মুদ্রিত নোট গত বৃহস্পতিবার (১৫ জুলাই) আসার কথা থাকলেও আসছে আগামী রোববার। নতুন এই দুইটি নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করার পর পর্যায়ক্রমে তা বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও বিভিন্ন ব্যাংকের জন্য ছাড়া হবে।
শনিবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র একেএম মহিউদ্দিন আজাদ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে সিনিয়র অর্থসচিব আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত দুই ও পাঁচ টাকার নতুন মুদ্রিত নোট বাজারে ইস্যু করার কথা ছিল।কিন্তু মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন ইস্যু করতে দেরি হওয়ায় তা বৃহস্পতিবারের পরিবর্তে রোববার আসছে।’
তিনি বলেন, ‘২ ও ৫ টাকার নোটগুলো আগের ডিজাইনেই রয়েছে।নোটের নতুত্ব হলো নতুন অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা প্রথম দুই ও পাঁচ টাকা নোট, যা বাজারে ছাড়া হচ্ছে।’
জানা গেছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত ২ ও ৫ টাকা মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু রয়েছে। এ সব নোটের রঙ, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য প্রচলিত নোটের মতোই থাকছে।
উল্লেখ্য অর্থ মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত সরকারি মুদ্রা হিসেবে বিবেচিত হয় এক, দুই ও ৫ টাকার নোট। এ সব নোটে সই করেন অর্থ সচিব।অন্যান্য নোটে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
সারাবাংলা/জিএস/একে