Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রূপগঞ্জ অগ্নিকাণ্ড: তদন্তে অনিয়ম পেলে ব্যবস্থা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২১ ২০:৪৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের প্রাণহানির ঘটনায় পুলিশের করা মামলা সিআইডি’র কাছে হস্তান্তর করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে শ‌নিবার (১৭ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ তদন্ত দল।

পরিদর্শন শেষে সিআইডি পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, আলামত, সাক্ষ্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ১০টি বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করবেন তারা। তদন্তে যেকোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। মামলার তদন্ত দ্রুত শেষ করারা নির্শেনা রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা সিআইডি পুলিশ সুপার দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জীবন কান্তিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

এদিকে প্রায় একই সময় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে নাগরিক তদন্ত কমিটির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘দেশে কারখানায়, রাসায়নিক গুদামে ও গ্যাস লিকেজে আগুন লাগাসহ বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। এসব ঘটনায় তদন্ত কমটি গঠন করা হলেও প্রতিবেদন না দেওয়া এবং দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় না আনায় এ রকম দুর্ঘটনা বেড়েই চলছে।’

এ সময় উপস্থিত ছিলেন- নাগরিক তদন্ত কমিটির আহবায়ক অ্যাডভোকেট জ্যোতির্ময় বড়ুয়া, সদস্য সচিব অ্যাডভেকেট মাহাবুবুর রহমান ইসমাইলসহ কমিটির অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, গত ৮ জুলাই রূপগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এ হাসেমসহ আট জনকে গ্রেফতার করে। পরে তাদের চারদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে আাদালতে হাজির করলে দুই জনকে জামিন ও ছয় আাসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

রূপগঞ্জ অগ্নিকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর