Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মক্কায় উপস্থিত হাজিরা, আজ মিনায় অবস্থান করবেন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২১ ০০:২৮

হজ পালনের উদ্দেশ্যে শনিবার (১৭ জুলাই) দিনভর সৌদি আরবের মক্কা নগরীতে জড়ো হয়েছেন মুসল্লিরা। এ সময় তাদের কণ্ঠে উচ্চারিত হয়, ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাকা’। শনিবার সকাল থেকে কাবা শরিফে তওয়াফের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে গতবারের মতো এবারও সীমিত সংখ্যক মানুষকে হজ পালনের সুযোগ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এবার সৌদি আরবের বাইরে অন্য কোনো দেশের নাগরিক হজ পালনের অনুমতি পাননি। সৌদি আরবের ৬০ হাজার নাগরিক ভ্যাকসিন গ্রহণের শর্তে হজ পালনের সুযোগ পেয়েছেন।

আরব নিউজের খবরে বলা হয়েছে, শনিবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দিনভর সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীরা কাবা শরিফের আশেপাশে অবস্থান নিচ্ছেন। তারা কাবা শরিফে এসে শুরুতেই তওয়াফ করছেন।

হজ মন্ত্রণালয়ের মুখপাত্র হিশাম আল সায়েদ জানান, এবার প্রতি তিন ঘণ্টায় অন্তত ৬ হাজার হাজি কাবা শরীফ তওয়াফের সুযোগ পাচ্ছেন। মহামারিকালীন সতর্কতার অংশ হিসেবে ৬ হাজার হাজির এক গ্রুপ তওয়াফ শেষ করার সঙ্গে সঙ্গেই ওই স্থান জীবাণুমুক্ত করা হচ্ছে।

রোববার মসজিদুল হারামের প্রায় ৮ কিলোমিটার পূর্বে অবস্থিত মিনায় যাবেন হাজিরা। এর মাধ্যমেই শুরু হবে হজের মূল আনুষ্ঠানিক কার্যক্রম। এর পরদিন সোমবার হাজিরা সারাদিন আরাফাতের ময়দানে অবস্থান করবেন। এ বছর আরাফাতের দিনে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ড. শেখ বানদার বিন আবদুল আজিজ বালিলা। ওই দিন মিনা ও আরাফাতের মধ্যবর্তী স্থান মুজদালিফায় রাত কাটাবেন হাজিরা। পরের দিন মঙ্গলবার আবার মিনায় ফিরে  জামারাতে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথার চুল ছাটাই করবেন। পরে আবার মক্কায় গিয়ে কাবা শরিফ তাওয়াফ এবং সাফা-মারওয়া পাহাড় সাই ( দৌড়ানো) করবেন হাজিরা।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর