ঢাকা মহানগর উত্তর আ.লীগের সহ-সভাপতি হলেন হিরন
১৮ জুলাই ২০২১ ০১:৪৮
ঢাকা: ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি হলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরন। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মো. আসলামুল হকের মৃত্যুতে শূন্য পদে তাকে মনোনীত করা হয়েছে। এ বিষয়ে শিগগিরই চিঠি ইস্যু করা হবে। গত ৪ এপ্রিল) হার্ট অ্যাটাকে ঢাকার একটি হাসপাতালে আসলামুল হক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার (১৭ জুলাই) যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান হিরণ বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাহবুবুর রহমান হিরণকে ফোন করে বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে মাহবুবুর রহমান হিরণ সারাবাংলাকে বলেন, ‘কাদের ভাই আমাকে বিষয়টি জানিয়েছেন। এছাড়া ঢাকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজমও আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথেও এ ব্যাপারে আমার কথা হয়েছে।’
মাহবুবুর রহমান হিরণ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যেখানেই মূল্যায়ন করবেন, আমি সেখানেই কাজ করে যাব। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করেছেন। আমি উনার দীর্ঘায়ু কামনা করি।’
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আওয়ামী লীগের দফতর সংশ্লিষ্ট নেতাদের বিষয়টি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাদের সহ-সভাপতি পদ অন্তর্ভুক্তির বিষয়টি অবহিত করেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক মুঠোফোনে মাহবুবুর রহমানকে হিরণ নির্দেশনা দিয়েছিলেন বলে জানা গেছে।
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ ২০০৩ থেকে ২০১২ পর্যন্ত যুবলীগের ১ নম্বর সাংগঠনিক সম্পাদক এবং ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত যুবলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। মাহবুবুর রহমান হিরণ ভোলা জেলা যুবলীগের আহ্বায়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এজিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে-ই-বাংলা হল ছাত্রলীগের সভাপতি, ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের (জালাল–জাহাঙ্গীর) সদস্য ছিলেন।
সারাবাংলা/এনআর/পিটিএম