Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিঠাপুকুরে ২ বাসের সংঘর্ষে নিহত ৫, আহত ৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২১ ০৯:৩২

রংপুর: রংপুরের মিঠাপুকুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ যাত্রী।

রোববার (১৮ জুলাই) সকাল সোয়া সাতটার দিকে উপজেলার বলদীপুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম সামসুজ্জোহা জানান, রংপুরগামী সেলফি পরিবহন ও ঢাকাগামী জোয়ানা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেলফি পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ৪০ যাত্রী।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সারাবাংলা/এএম

মিঠাপুকুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর