Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৮ ছিনতাইকারী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২১ ১৯:১৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পৃথকভাবে অভিযান চালিয়ে আট ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া আটজন কোরবানির পশুর বাজারকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা ছিনতাইকারী চক্রের সদস্য।

রোববার (১৮ জুলাই) ভোরে নগরীর দেওয়ানহাট পোস্তারপাড় এলাকা অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ। এর আগে গতকাল শনিবার (১৭ জুলাই) গভীর রাতে নগরীর গোয়ালপাড়া ও নন্দনকানন এলাকায় থেকে ছয়জনকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

বিজ্ঞাপন

কোতোয়ালী থানার অভিযানে গ্রেফতার ছয়জন হলেন— রফিকুল ইসলাম (৩৬), মো. শফিকুল (২৫), বাবু মিয়া (৩২), আলাউদ্দিন আক্তার রনি (২৭), মিনহাজ উদ্দিন (২০) ও মো. শাকিল (৩২)। তাদের কাছ থেকে ৬টি ছোরা উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন সারাবাংলাকে জানান, গোয়ালপাড়া এলাকায় অন্ধকার একটি গলিতে জড়ো হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে রফিকুল, শফিকুল, বাবু ও আলাউদ্দিনকে গ্রেফতার করে। নন্দনকানন এলাকায় একই সময়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বাকি দু’জনকে। তাদের প্রত্যেকের কাছে একটি করে ছোরা পাওয়া গেছে।

ওসি নেজাম বলেন, ‘গ্রেফতার ছয়জন সংঘবদ্ধ ছিনতাইাকারী চক্রের সদস্য। তারা রাতে এবং ভোরে নগরীর বিভিন্ন নির্জন সড়কে ছোরার ভয় দেখিয়ে অথাবা ছুরিকাঘাত করে লোকজনের কাছ থেকে টাকা-মোবাইল ছিনতাই করে। ঈদুল আজাহাকে কেন্দ্র করে গরুর ক্রেতা ও ব্যাপারীদের টার্গেট করে তারা সক্রিয় হয়ে উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের গ্রেফতার করেছি।’

এদিকে ডবলমুরিং থানায় গ্রেফতাকৃত দু’জন হলেন— আল আমিন সুমন (২৪) ও শহিদুল আলম সানি। তাদের কাছ থেকে একটি ছোরা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘আল আমিন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সানি তার সহযোগী। গরুর ব্যাপারীকে টার্গেট করে তারা আজ (রোববার) ভোরে দেওয়ানহাটের পোস্তারপাড় এলাকায় অবস্থান নিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।’

আল আমিনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৫টি এবং সানির বিরুদ্ধে ৩টি মামলা আছে বলে জানিয়েছেন ওসি মহসীন।

সারাবাংলা/আরডি/এনএস

৮ ছিনতাইকারী গ্রেফতার চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর