প্রধানমন্ত্রী দেশবাসীকে সাহসী করেছেন: নৌ প্রতিমন্ত্রী
১৯ জুলাই ২০২১ ০০:০৮
ঢাকা: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় দেশের মানুষকে সাহসী করে তুলেছেন।
রোববার (১৮ জুলাই) দিনাজপুর জেলার বিরলে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “মহামারি করোনার মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশগুলোর প্রবৃদ্ধি যখন পড়ে যাচ্ছে, সেখানে ‘জীবন ও জীবিকা’ তত্ত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। পৃথিবীর অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ যেখানে করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছেন, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশকে নয়; সারাবিশ্বকে সাহসী করে তুলেছেন।”
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রথম দফায় ৩০টি দেশ করোনার ভ্যাকসিন পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ একটি। এ ভ্যাকসিন পাওয়া ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিশ্বাস্য সাফল্য। তখন ইউরোপের অনেক দেশ ভ্যাকসিন পায়নি। ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় আমাদের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। এখন চারদিক থেকে ভ্যাকসিন আসা শুরু হয়েছে। আবার গণহারে ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘মহামারির মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের বড় বড় মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলছে। বাংলাদেশের এগিয়ে যাওয়া নিন্দুকেরা সহ্য করতে পারছে না। যারা মানুষ হত্যা করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একাত্তরেও এ ধরনের ষড়যন্ত্র হয়েছিল।’
তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল মোকাদ্দেস।
পরে প্রতিমন্ত্রী শহরগ্রাম, শিবপুর বোর্ডহাট, হালজায় লক্ষ্মীতলা, বেতুড়া ও নলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসারদের বাসভবন ও শারীরিক নিরাপত্তায় আনসার সদস্যদের আবাসন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় অংশ নেন নৌ প্রতিমন্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম অরুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা।
সারাবাংলা/একে
করোনা কোভিড-১৯ খালিদ মাহমুদ চৌধুরী নভেল করোনাভাইরাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা