বিএনপি মাস্ক পরে না, স্বাস্থ্যবিধি মানে না— অভিযোগ এস এম কামালের
১৯ জুলাই ২০২১ ০১:০৬
ঢাকা: ড. কামাল হোসেনের জামাই ডেভিড বার্গম্যান আর তারেক রহমান বিদেশে বসে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন মাস্ক পরিধান করতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। এই কাজগুলো আমাদের করতে হবে। কারণ বিএনপি এসব মানবে না। ওরা মানুষের উপর দাঁড়িয়ে শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়।’
রোববার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর কদমতলী থানা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগ করোনার শুরু থেকে মানুষের পাশে রয়েছে উল্লেখ করে এসএম কামাল বলেন, ‘বিশ্ব নেতৃত্ব যখন হিমশিম খেয়েছে, আমেরিকা-ব্রিটেন, ব্রাজিল কানাডা, ফ্রান্স, ইতালি যখন হিমশিম খেয়েছে— তখন আমার-আপনার নেত্রী ঠাণ্ডা মাথায় করোনা মোকাবিলা করেছেন।’
দলীয় নেতাকর্মীদের সামাজিক দূরুত্ব বজা রেখে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়ে এসএম কামাল বলেন, ‘আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন মাস্ক পরিধান করার। এই কাজগুলো আমাদের করতে হবে। কারণ ওরা (বিএনপি) এসব করবে না। ওরা মানুষের লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। ওরা ভুয়া ছবি ছাপিয়ে বিদেশে পাচার করে।’
শেখ হাসিনা আজ বিশ্ব নেতা, মানবিক বিশ্বের প্রধান নেতা। তাই জননেত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনা অনুযায়ী মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫৯নং ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রূীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ মহানগর নেতারা।
সারাবাংলা/এনআর/এমও