Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করলেন মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২১ ০১:১৯

নড়াইল: করোনা ভ্যাকসিনের জন্য অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

নড়াইল শহরের পুরাতন বাসটামির্নাল চত্বরে বঙ্গবন্ধু চত্বরে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই আবেদন করা যাবে। আবেদন করতে জাতীয় পরিচয়পত্রের নম্বর ও একটি মোবাইল নম্বর দিতে হবে। বয়স হতে হবে কমপক্ষে ৩৫ বছর।

রোববার (১৯ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাশরাফী বিন মোর্ত্তজার বাবা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম মোর্ত্তজা স্বপন।

এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সালাউদ্দিন নান্না, ইতনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিহানুক রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন, যুবলীগ নেতা এসএম ফয়সাল সাদি, রামিম রহমান,শাহীন-উল হক শাওনসহ অনেকে উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বলেন, ‘মানবিক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার উদ্যোগে কোভিড-১৯ ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম বাস্তবায়ন করবে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ং অর্গানাইজেশন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। এই বুথের মাধ্যমে ফ্রি রেজিস্ট্রেশন ও প্রিন্ট করে নিতে পারবেন টিকা নিতে আগ্রহী ৩৫ বছর উপরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।’

সারাবাংলা/এমও

করোনা ভ্যাকসিন ফ্রি রেজিস্ট্রেশন মাশরাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর