Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগস্ট থেকে তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২১ ০১:১৯

তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস চলতি বছরের আগস্ট থেকে দৈনিক ৪ লাখ ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরব ও রাশিয়া নেতৃত্বাধীন এ জোটের সদস্যরা সুইজারল্যান্ডের রাজধানী ভিয়েনায় এক বিশেষ বৈঠকে এ ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছেন। আরব নিউজের খবর।

করোনাভাইরাস মহামারিতে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় গত বছর নানা দেনদরবার শেষে উৎপাদন কর্তনের সিদ্ধান্ত নিয়েছিল এ জোট।তবে চলতি বছরে অর্থনীতি ফের চাঙাভাব নেওয়ায় দৈনিক তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী মাস থেকে দৈনিক অতিরিক্ত ৪ লাখ ব্যারেল উৎপাদন বাড়িয়ে বৈশ্বিক চাহিদা অনুযায়ী যোগান ঠিক রাখার জন্যই এমন সিদ্ধান্ত নিল ওপেক প্লাস। এতে তেলের বাজার স্থিতিশীল থাকবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর