বিএসএফে’র গুলিতে ২ বাংলাদেশি নিহত, লাশ ফেরত পায়নি স্বজনেরা
১৯ জুলাই ২০২১ ০২:১১
লালমনিরহাট: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশি যুবকের লাশ এখনও ফেরত পায়নি স্বজনরা। নিহত দুই যুবক অবৈধপথে ভারত থেকে গরু আনতে গিয়েছিল বলে দাবি বিএসএফের।
জানা যায়, গত ৩০ জুন জেলার পাটগ্রাম উপজেলার যুবক রিফাত হোসেনকে গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায় বিএসএফ। বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের প্রায় ১৮দিন পার হলেও এখনও রিফাতের লাশ ফেরত দেয়নি বিএসএফ।
ছেলের লাশ ফেরত পাওয়ার জন্য রিফাতের বাবা মা স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেনসহ প্রশাসনের কাছে গিয়েও কোনো সমাধান পাননি।
অপরদিকে, গত ১৪ জুলাই ভোররাতে বিএসএফের গুলিতে নিহত হন জেলার আদিতমারী উপজেলার ভেলাবারী ইউনিয়নের ফলিমারী গ্রামের সুবল চন্দ্র রায় (৩০)। তার লাশও ফেরত দেয়নি বিএসএফ।
জানা গেছে, ২৮৫ কিলোমিটার কাঁটাতারবিহীন সীমান্ত দিয়ে অবাধে ভারতীয় গরু পাচার করছে চোরকারবারী চক্র। সীমান্তের দহগ্রাম, দইখাওয়া, কালীগঞ্জের টাপারহাট, গোড়ল, কুটিয়ামঙ্গল, দুর্গাপুর মোগলহাটসহ অন্তত ১২টি সীমান্ত দিয়ে ভারতীয় গরু পাচার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সারাবাংলা/এমও