মোংলায় আত্মসমর্পণকারী দস্যুদের উপহার দিলো র্যাব
১৯ জুলাই ২০২১ ০২:৫০
মোংলা (বাগেরহাট): সুন্দরবনের আত্মসমর্পণকারী ২৭টি দস্যু বাহিনীর ২৮৪ জন সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে র্যাব। রোববার (১৮ জুলাই) সকালে মোংলার পিকনিক কর্নার এলাকায় র্যাব-৮ এর পক্ষে থেকে এসব উপহার বিতরণ করা হয়।
র্যাব জানায়, একসময় সুন্দরবন এলাকা জুড়ে একাধিক দস্যু বাহিনীর তৎপরতা ছিল। এসব দস্যুরা সাধারণ জেলে-বাওয়ালিসহ পেশাজীবীদের জিম্মি ও অপহরণসহ চাঁদাবাজি করতো। র্যাবের অভিযান ও তৎপরতায় টিকতে না পেরে পর্যায়ক্রমে আত্মসর্পণ করে ২৭টি দস্যু বাহিনীর ২৮৪ সদস্য।
২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী সুন্দরবনকে দস্যমুক্ত ঘোষণা করেন। বর্তমানে আত্মসমর্পনকারী দস্যুরা পনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। আর সরকারিভাবে তাদের সার্বিক সহায়তার পাশাপশি নিয়মিত খোঁজখবর ও নজরদারি করছে র্যাব।
করোনা পরিস্থিতিতে সুন্দরবনে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ২৭টি বাহিনীর ২৮৪ জন জলদস্যুর মাঝে র্যাবের পক্ষ থেকে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মিজানুর রহমানসহ বাহিনীর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও