Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যবিধি মেনে ঈদ আনন্দ উপভোগ করতে হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২১ ০৩:০৭

গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ফাইল ছবি

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মেনেই ঈদের আনন্দ উপভোগ করতে হবে। ঈদের আনন্দের চেয়ে জীবনের গুরুত্ব অনেক বেশি।’

রোববার (১৮ জুলাই) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার বাগবের বাজা‌রে যমুনা ব্যাংক লি‌মি‌টে‌ডের এজেন্ট ব্যাংকিং শাখা ও ইছাপুরা বাজা‌রে যমুনা ব্যাংক লি‌মি‌টে‌ডের উপশাখা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় সবাইকে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহার ও সামাজিক দূরুত্ব নিশ্চিত করার আহ্বান জানান বস্ত্র ও পাটমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালাউদ্দিন ভুঁইয়া, যমুনা ব্যাংক লি‌মি‌টে‌ডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আবুল বরকত, যমুনা ব্যাংক লি‌মি‌টে‌ডের রূপগঞ্জ শাখার ব্যবস্থাপক খোরশেদ আলম, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকনসহ অনে‌কে।

সারাবাংলা/এমও

বস্ত্র ও পাটমন্ত্রী স্বাস্থ্যবিধি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর