কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু
১৯ জুলাই ২০২১ ১৩:২১
রাঙ্গামাটি: জেলার কাপ্তাই উপজেলার রাইখালীতে বুনো হাতির আক্রমণে এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
হাতির আক্রমণের নিহত বৌদ্ধ ভিক্ষুর নাম ভদন্ত আজ্ঞাধাম্মা থের (৫৮)। তিনি উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় অবস্থিত তম্বঘোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কারিগরপাড়ার কারাবারি (গ্রামপ্রধান) উথোয়াই প্রু মারমা জানান, সোমবার ভোরে বিহারের পাশেই এই ঘটনা ঘটেছে। বৌদ্ধ ভিক্ষু বিহারে পূজা শেষ করে বের হওয়ার সময় বুনো হাতি আক্রমণ করে। আক্রমণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। আশেপাশে ঘরবাড়ি না থাকায় তাকে কেউ বাঁচাতে এগিয়ে আসতে পারেননি বলেও জানান তিনি।
এদিকে ২নং রাইখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সায়ামং মারমা জানান, রাইখালী ইউনিয়নের কারিগরপাড়য় তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এমও