Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিকল্পনা কমিশনে আমার পুনর্জন্ম হয়েছে: ড. শামসুল আলম

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২১ ১৫:০৭ | আপডেট: ১৯ জুলাই ২০২১ ১৭:৪৬

ঢাকা: পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ড. শামসুল আলম বলেছেন, পরিকল্পনা কমিশনে আমার পুনর্জন্ম হয়েছে। এটি অপূর্ব পাওয়া। দীর্ঘ ১২ বছর এই চত্বরে কাজ করার সুযোগ পেয়েছি। আজ থেকে নতুন দায়িত্ব পালন শুরু করলাম। প্রধানমন্ত্রী আমরার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, সেটি যাতে রক্ষা করতে পারি সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। টিম ওয়ার্কের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই উন্নয়নকে এগিয়ে নিতে চাই।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ড. শামসুল আলম বলেন, ‘আমি কর্মজীবনে স্বচ্ছতার প্রমাণ দিতে পেরেছি। দেশটাই আমরা কাছে বড়। ২০০৯ সালে থেকে এখন পর্যন্ত সাধারণ অর্থনীতি বিভাগের ১১৪টি প্রকাশনা হয়েছে। অথচ ১৯৭২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রকাশনা হয়েছিল মাত্র ১৪টি। আমার হাতে যতগুলো পরিকল্পনা হয়েছে সবগুলোই গ্রহণযোগ্যতা পেয়েছে। সবার প্রশংসাই পেয়েছি।’

আমি বিসিএস পরীক্ষায় পাশ করেছিলাম, আমাকে শিল্প মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘কিন্তু আমি সেখানে যাইনি। কারণ পরীক্ষার ফল প্রকাশ হতেই দেড় বছর দেরি হয়েছিল। ওই সময়ের মধ্যে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলাম। তাই সেখান থেকে আর বের হতে পারিনি।’

পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে গেজেট জারি

তিনি আরও বলেন, ‘জিইডিতে দায়িত্ব নেওয়ার সময় কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল না। বিশ্বব্যাংক-আইএমএফের পরামর্শে সে সময় পিআরএসপি ছিল। হঠাৎ করে পরিকল্পনা থেকে বের হয়ে আসা তখন ছিল সংবিধানের লংঘন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ফিরে আসা হয়েছিল।’

এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের সকল শহীদ, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, ‘আমাদের সঙ্গে আধুনিক ও নতুন ইঞ্জিন যোগ হয়েছে। সুতরাং কাজের গতি আরও বাড়াতে হবে। কাজের গভীরতা ও ব্যপ্তি অনেক বাড়বে বলেই আশা করি। ড. শামসুল আলম আমাদের সঙ্গে ছিলেন। আবারও নতুন করে দায়িত্ব পাওয়ায় আমরা অনেক বেশি খুশি হয়েছি।’

বিজ্ঞাপন

পরিকল্পনা বিভাগের সচিব জয়নুল বারীর সভাপতিত্বে এসময় বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, পরিকল্পনা কমিশনের সদস্য মামুন-আল-রশিদ, মোছাম্মৎ নাসিমা বেগমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেজে/এমও

টপ নিউজ ড. শামসুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী পরিকল্পনা বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর