আগামী ২৬ জুলাই পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি বন্ধ
১৯ জুলাই ২০২১ ১৫:৫৭
ঢাকা : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী এক সপ্তাহ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে পণ্য বিক্রি বন্ধ থাকছে। সোমবার (১৯ জুলাই) থেকে ২৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে পণ্য বিক্রি। টিসিবির যুগ্ম পরিচালক ও মুখপাত্র মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, ২৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকার পর ২৭ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হবে।
তিনি আরও বলেন, টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি চলতি মাসের ২৯ তারিখে পুরোদমে বন্ধ হওয়ার কথ ছিল। তবে করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় তা ২৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে গত ৫ জুলাই থেকে সারাদেশে ট্রাক সেল শুরু করে টিসিবি। প্রতিদিন ৪০০ টি ভ্রাম্যমাণ ট্রাকে করে চিনি, সয়াবিন তেল, মসুর ডাল বিক্রি করছে টিসিবি। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি, চট্টগ্রামে ২০টি ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এছাড়াও প্রতিটি মহানগর ও জেলা শহরেও ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হয়।
সারাবাংলা/জিএস/এএম