নওগাঁয় বজ্রপাতে তিন জনের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২১ ১৭:৪৮
১৯ জুলাই ২০২১ ১৭:৪৮
নওগাঁ: জেলার ধামইরহাটে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) উপজেলার তিনটি গ্রামে পৃথক এসব বজ্রপাতের ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে উমার ইউনিয়নের চকউমর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে আব্দুর রশীদ (৫৯) মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়।
একইসময় ধামইরহাট ইউনিয়নের আলতাদিঘী গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ (৩১) জমিতে কাজ করা অবস্থায় এবং জগদল গ্রামের হেলাল হোসেনের মেয়ে বৃষ্টি খাতুন (১৫) মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যায়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সারাবাংলা/এমও