Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ের ১৫ দিনে রেমিট্যান্স ১০ হাজার ৭৪৫ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২১ ১৮:৫৫

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এর মধ্যে ঈদুল আজহাকে সামনে রেখে জুলাই মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২৬ কোটি ৪২ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১০ হাজার ৭০০ কোটি টাকার বেশি।

সোমবার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, ঈদুল আজহাকে সামনে রেখেই প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে চলতি জুলাই মাসে রেমিট্যান্স আসার ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে যেতে পারে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি জুলাই মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্সে এসেছে ১২৬ কোটি ৪২ লাখ মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৮ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এছাড়াও ডাচ-বাংলা ব্যাংক ১৬ কোটি ৯২ লাখ ডলার, অগ্রণী ব্যাংক ১৩ কোটি ৭৬ লাখ ও সোনালী ব্যাংক থেকে এসেছে ৭ কোটি ৬৪ লাখ ডলার।

এর আগে মহামারি করোনভাইরাসের মধ্যে সদ্য বিদায়ী ২০২০-২১ অর্থবছরে প্রবাসীরা রেকর্ড পরিমাণ ২৪ দশমিক ৭৭ বিলিয়ন বা ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন দেশে। এর আগে কোনো অর্থবছরে দেশে এত বেশি রেমিট্যান্স আসেনি। প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্স এর আগের ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি। ওই অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮ দশমিক ২০ বিলিয়ন বা এক হাজার ৮২০ কোটি ৫০ লাখ ডলার।

এদিকে ২০২০-২১ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেকর্ড পরিমাণ রেমিট্যান্সের কারণে ৫ জুলাই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। এদিন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে ৪৬ দশমিক ৪২ বিলিয়ন বা ৪ হাজার ৬৪২ কোটি ৯০ লাখ ডলারে উন্নীত হয়েছে।

বিজ্ঞাপন

অর্থবছরভিত্তিক রেমিট্যান্স

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে প্রবাসীরা রেকর্ড ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগে ২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৮২০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, ২০১৮-১৯ অর্থবছরের ১ হাজার ৬৩১ কোটি  ডলার, ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৪৯৮ কোটি ডলার, ২০১৬-১৭ অর্থবছরে ১ হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার, ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৪৯৩ কোটি ডলার এবং ২০১৪-১৫ অর্থবছরে রেমিট্যান্স আসে ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার।

পঞ্জিকা বছর হিসাবে রেমিট্যান্স

অর্থবছরের মতো ২০২০ সালের বর্ষপঞ্জিতেও দেশে এসেছে রেকর্ড ছাড়ানো রেমিট্যান্স। ওই বছর ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স প্রবাসীরা পাঠিয়েছেন দেশে। এর আগে ২০১৯ সালে প্রবাসীরা ১ হাজার ৮৩৩ কোটি ডলান, ২০১৮ সালে ১ হাজার ৫৫৩ কোটি ৭৮ লাখ ডলার, ২০১৭ সালে ১ হাজার ৩৫৩ কোটি ডলার, ২০১৬ সালে ১ হাজার ৩৬১ কোটি ডলার ও ২০১৫ সালে ১ হাজার ৫৩১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন দেশে।

সারাবাংলা/জিএস/টিআর

টপ নিউজ রেমিট্যান্স রেমিট্যান্স প্রবাহ

বিজ্ঞাপন

বিজয়ের মাসে ‘নয়া মানুষ’
২১ নভেম্বর ২০২৪ ১৮:২১

আরো

সম্পর্কিত খবর