Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধিনিষেধের বাইরে থাকবে ওষুধ, খাদ্যদ্রব্য সরবরাহ ও চামড়া পরিবহন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২১ ১৯:০৭

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই সময়ে সবধরনের প্রতিষ্ঠান, গণপরিবহনসহ সবকিছু বন্ধ থাকলেও খাদ্যদ্রব্য উৎপাদন, কোরবানির পশুর চামড়া পরিবহন ও সরক্ষণ এবং ওষুধ উৎপাদন ও সরবরাহের মতো বিষয়গুলো এর বাইরে থাকবে।

সোমবার (১৯ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। উপ সচিব মো. রেজাউল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ মিল-কারখানা খোলা থাকবে। পাশাপাশি কোরবানির পশুর চামড়া পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের কাজের অনুমতি থাকছে বিধিনিষেধের মধ্যে।

বিজ্ঞাপন

এছাড়া ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় পণ্য উৎপাদনকারী শিল্প চালু রাখা যাবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ ২৩ জুলাই সকাল ছয়টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত চলবে।

সারাবাংলা/জেআর/পিটিএম

কঠোর বিধিনিষেধ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর