Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সমালোচনা করে আবার সেই ভ্যাকসিনই নিচ্ছেন খালেদা জিয়া’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২১ ২০:১৮

ঢাকা: বিএনপি নেতারা ভ্যাকসিন নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ালেও দলটির চেয়ারপারসন খালেদা জিয়া সেই ভ্যাকসিনই নেওয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘সমালোচনা করে আবার সেই টিকাই নিচ্ছেন বেগম খালেদা জিয়া। এটা ভালো!’

সোমবার (১৯ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আজ আমরা দেখতে পেলাম, বেগম খালেদা জিয়াও ভ্যাকসিন নিচ্ছেন। তার দলের নেতারা এই ভ্যাকসিন নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছিলেন। আর সেই নেতারাই পরে ভ্যাকসিন নিয়েছিলেন। আজ বেগম খালেদা জিয়াও ভ্যাকসিন নিচ্ছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই। তিনি যেন ভ্যাকসিন নিয়ে পুরোপুরি সুস্থ থাকেন, করোনা মহামারি থেকে মুক্ত থাকেন— সেটিই আমরা প্রত্যাশা করি। সেই প্রার্থনাই আমরা বিধাতার কাছে করি।’

আরও পড়ুন- করোনার ভ্যাকসিন নিলেন খালেদা জিয়া

‘তবে আপনারা ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিলেন। এখন বেগম খালেদা জিয়াসহ সবাই যখন ভ্যাকসিন নিচ্ছেন, অতীতে বিভ্রান্তি ছড়ানোর জন্য জাতির কাছে আপনাদের ক্ষমা চাওয়া উচিত বলে জনগণ মনে করে,’— বিএনপি নেতাদের উদ্দেশে বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন ইউরোপের মানুষ নিচ্ছে, সেই ভ্যাকসিন দেশে আনার সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল সেটা কাজ করবে না এমনকি এটা নিলে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা আছে— এ কথা বলে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে। অথচ পরে দেখতে পেলাম তারাই আবার ভ্যাকসিন নিলেন— কেউ গোপনে, কেউ প্রকাশ্যে। আবার কেউ কেউ বললেন, এই ভ্যাকসিন নিয়ে খুব আরামবোধ করছেন!

এরই মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বেশিরভাগই ভ্যাকসিন নিয়েছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ প্রথম ডোজ নিয়েছেন, কেউ কেউ দ্বিতীয় ডোজও নিয়েছেন। সরকারের কাছে সেই তালিকা আছে।’

করোনা মহামারি প্রতিরোধে সরকারের কর্মযজ্ঞ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের সব মানুষকে স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, দেশের ৮০ শতাংশের বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। আমাদের এই ভ্যাকসিন সব মানুষের জন্য। আমরা বিএনপির সব নেতাকর্মীদেরও ভ্যাকসিন দেবো। আর তারা যদি আগে নিতে চান, সে ব্যবস্থাও করা হবে। দয়া করে মানুষের মধ্যে আর বিভ্রান্তি ছড়াবেন না।’

করোনা পরিস্থিতির মধ্যে ঈদে বাড়ি যাওয়ার পথে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণের প্রতি অনুরোধ জানান মন্ত্রী। তিনি বলেন, নিজের, পরিবারের ও আশপাশের মানুষের সুরক্ষার জন্য এবং সর্বোপরি দেশের সবার সুরক্ষার জন্য আমাদের প্রত্যেকের নিজের সুরক্ষা প্রয়োজন।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনাসুরক্ষা সামগ্রী তুলে দেন অতিথিরা।

সারাবাংলা/জেআর/টিআর

করোনা সংক্রমণ করোনাভাইরাস কোভিড-১৯


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর