Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা সেই ডেনিশ কার্টুনিস্টের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২১ ২০:৪৮

মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র এঁকে বিতর্ক সৃষ্টি করা ডেনমার্কের কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ডের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

সোমবার কার্ট ওয়েস্টারগার্ডের পরিবারের তরফ থেকে তার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে নিশ্চিত করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

২০০৫ সালে রক্ষণশীল পত্রিকা জিলল্যান্ডস-পোস্টেনে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র আঁকার জন্য তিনি সমালোচিত হন। সে সময় সারা বিশ্বজুড়ে মুসলিম ধর্মাবলম্বীরা কার্ট ওয়েস্টারগার্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ২০০৬ সালে বিক্ষোভ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এ ব্যঙ্গচিত্রের প্রতিক্রিয়ায় ডেনমার্কের সরকারের কাছে বিভিন্ন মুসলিম দেশও প্রতিবাদ জানায়। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে অবস্থিত ডেনিশ দূতাবাসে হামলার ঘটনাও ঘটে। এসব বিক্ষোভে সৃষ্ট সহিংসতায় সারাবিশ্বে অনেকের মৃত্যু হয়।

ব্যঙ্গচিত্র প্রকাশের পর অবশ্য কার্ট ওয়েস্টারগার্ড প্রথমে আত্মগোপনে চলে গিয়েছিলেন। পরে ডেনমার্কের আহারাস শহরের একটি সুরক্ষিত এলাকার একটি বাড়িতে বসবাস শুরু করেছিলেন তিনি।

সারাবাংলা/আইই

কার্ট ওয়েস্টারগার্ড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর