Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা চিকিৎসায় নিয়োগ পাওয়া চিকিৎসকদের জন্য বিশেষ সহায়তা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২১ ২০:৫৪

ঢাকা: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসা সেবায় আউটসোর্সিংয়ের মাধ্যমে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া চিকিৎসকদের সম্মানী ভাতা দেওয়ার জন্য মাসিক ৪ লাখ টাকা হারে বিশেষ অনুদানের ঘোষণা দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সোমবার (১৯ জুলাই) সংস্কৃতি প্রতিমন্ত্রীর পক্ষে তার সহকারী একান্ত সচিব ডা. মীর আনোয়ার হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবিরের হাতে এ বাবদ প্রথম কিস্তির ৪ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রতিমন্ত্রীর এ বিশেষ সহায়তা করোনা মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

এছাড়া প্রতিমন্ত্রী করোনা চিকিৎসার সুবিধার্থে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন যা শিগগিরই হস্তান্তর করা হবে।

সারাবাংলা/জেআর/এমও

করোনা চিকিৎসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর