Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২১ ১১:১৭

সিরাজগঞ্জ : শেষ মুহূর্তে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ বেড়েছে। অতিরিক্ত চাপের ফলে মহাসড়কের তিনটি পয়েন্টে ধীরগতিতে চলছে যানবাহন। মঙ্গলবার (২০ জুলাই) সকালে ওই মহাসড়কে এমন চিত্র দেখা যায়।

এদিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকায় ৫ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শেষ মুহূর্তে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিণ অঞ্চলের মানুষ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, যানবাহনের প্রচণ্ড চাপ থাকলেও চলাচল স্বাভাবিক রয়েছে। মুলিবাড়ি, কড্ডা ও নলকা সেতু এলাকায় কিছুটা ধীরগতি রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পয়েন্টে প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, এই যানজট বেলা বাড়লেই কেটে যাবে। ঈদ উদযাপনে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। যানজট এড়াতে যানবাহন পরিবর্তন করা উত্তরাঞ্চলমুখী মানুষের ভিড় রয়েছে হাটিকুমরুল গোলচত্বর এলাকায়।

সারাবাংলা/এএম

টপ নিউজ সিরাজগঞ্জ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর