ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৫
২০ জুলাই ২০২১ ১৪:৪০
ইরাকের একটি জনকীর্ণ বাজারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এছাড়াও কয়েক ডজন মানুষ আহত হয়। ঈদুল আজাহার আগের দিন গতকাল সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় দেশটির রাজধানী বাগদাদে এই বোমা হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরা।
বোমা হামলার পর মৃতদেহগুলো বিক্ষিপ্তভাবে বাজারটির নানা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এ সময় লোকজন বাজারটিতে ঈদের কেনাকাটা করছিল।
পুলিশের সূত্র জানিয়েছে, এ হামলায় ৬০ জন আহত হয়েছেন। তবে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। এই বিস্ফোরণে কয়েকটি দোকানও পুড়ে গিয়েছে।
এক বিবৃতিতে ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, বাগদাদের সাদর সিটির ওয়াহাইলাত বাজারে এই হামলা হয়েছে।
এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সন্ত্রাসী হামলায় স্থানীয়ভাবে তৈরি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ব্যবহার করা হয়েছে।
সারাবাংলা/এনএস